বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০১৭, ২১:২১ | প্রকাশিত : ১৪ মে ২০১৭, ২০:১৯

ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলেসহ একই বাড়ির চারজন মারা গেছেন। রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মুন্সি বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুফিয়া, তার ছেলে রহমতুল্লাহ, একই বাড়ির আবুল কালামের মেয়ে সুইটি ও আব্দুল মালেকের ছেলে ফয়েজ।

স্থানীয়রা জানায়, বিকালে রহমতুল্লাহ ও সুইটি তাদের বাড়ির পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে রহমতুল্লাহ ও সুইটি তাতে জড়িয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে পুকুরে নামেন রহমতুল্লাহর মা সুফিয়া ও একই বাড়ির ফয়েজ। তারাও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করার পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন করার সাথে সাথে তারা রিসিভ করলে হয়ত এরা মারা যেত না।

তারা আরও বলেন, ভোলা পল্লী বিদ্যুতের অফিসের নাম্বারে ফোন করলে অফিসের লোকজন বেশির ভাগ সময়ই ফোন রিসিভ করেন না।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :