ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতায় কামনা করে আলোচনা করা হয়।
এ সময় জঙ্গিবাদবিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, পাসপোর্ট দালাল নির্মূল সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে বলেন, বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা সন্তোষজনক। মাদকদ্রব্য অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। পূর্বের তুলনায় পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য কমেছে। এখন পাসপোর্ট প্রত্যাশীদের আগের মত ঝামেলা পোহাতে হচ্ছে না।
জেলা প্রশাসক উম্মে সালমা জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় এসময় বক্তব্যে রাখেন- পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, কোতয়ালি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগ সভাপতি খন্দকার নাহমুল ইসলাম খন্দকার লেভী, আসমা আক্তার মুক্তা।
সভায় অন্যান্যের মধ্যে ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর এস এম খবিরুল ইসলাম, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোবিন্দ চন্দ্র হালদার, র্যাব-৮ ফরিদপুর অধিনায়ক মো. রইচ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শীব পদ দে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা সমাজসেবা অফিসার এ এস এম আলী আহসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৪মে/এসবি/এলএ)
মন্তব্য করুন