হাওর অঞ্চলের দুর্গতদের পাশে ফরিদপুর জিলা স্কুল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
 | প্রকাশিত : ১৪ মে ২০১৭, ২১:৩১

ফরিদপুর জিলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা হাওর অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনান্য দৃষ্টান্তের সৃষ্টি করেছে। তারা টিফিনের পয়সা বাঁচিয়ে দুর্গতদের সাহায্যে ১১ হাজার ৬৮৪ টাকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেছে।

গত ১ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া হাওর অঞ্চলের দুর্গত মানুষের সাহায্যের জন্য সকলের নিকট আহ্বান জানান। এ সময় সেমিনারে অংশ গ্রহণকারী ফরিদপুর জিলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা হাওর অঞ্চলের দুর্গতদের দুর্দশায় ব্যথিত হয়ে ওঠে। পরে তারা স্কুলে সমবেত হয়ে টিফিনের পয়সা বাঁচিয়ে জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

তারা ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় প্রতি ক্লাসে গিয়ে মোট ১১ হাজার ৬৮৪ টাকা সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে মূল উদ্যোক্তা জিলা স্কুলের ৯ম শ্রেণির ছাত্র কে এম মশিউর রহমান বলেন, গত ১ মে রাসিনের এক সেমিনারে হাওর অঞ্চলের দুঃখ-দুর্দশার কথা শুনে আমরা ব্যথিত হই। পরে স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস স্যারকে বিষয়টি অবগত করে আমরা স্কুলের সকল ছাত্রের কাছ থেকে টাকা তুলে তা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করি।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ওই সেমিনারে অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু জিলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যে মহানুভবতার পরিচয় দিয়েছে- তা একটি মানবতার দৃষ্টান্ত হয়ে রইল। আমি আমার বাচ্চাদের নিয়ে আশাবাদী। তাদের সঠিক দিক-নিদের্শনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারলে এরাই হবে দেশ গড়ার কারিগর। তাই আমাদের সকলের দ্বায়িত্ব তাদের সঠিক পথ দেখানো।

(ঢাকাটাইমস/১৪মে/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :