ফরিদপুরে মা দিবস পালিত
সারাদেশের ন্যায় ফরিদপুরেও বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জেলা প্রশাসক ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু, মহিলা কাউন্সিলর হোসনে আরা।
প্রধান অতিথি উম্মে সালমা তানজিয়া বলেন, একটি শিক্ষিত মা-ই দিতে পারে একটি শিক্ষিত জাতি। তিনি বলেন, সাধারণত সন্তানরা মা জীবিত থাকতে মা’কে অনুভব করে না। কিন্তু মা সব সময় সন্তানকে অনুভব করেন। আর যখন মা মারা যায়, তখন সন্তানরা মা’র অভাব সবসময়ই অনুভব করে। তাই আমাদের উচিত মায়েদের যোগ্য সম্মান দেয়া।
(ঢাকাটাইমস/১৪মে/এসবি/এলএ)
মন্তব্য করুন