ঢাবির পুকুরে ডুবে আরেক ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০১৭, ১৪:৩৩ | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১১:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র জনি নূর। তিনি ফজলুল হক হলের ছাত্র। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

নীলক্ষেত পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঢাকাটাইমসকে জানান, ‘সকাল ১০টার দিকে জনি নূর তার বিভাগের এক বন্ধুর সঙ্গে জহিরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে আসেন। তারা দুইজনই সাঁতার জানতো। তবে পুকুরে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় নিজের ভারসাম্য রক্ষা করতে না পারায় জনি পানিতে ডুবে যায়। আর তার বন্ধু আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।’

ওসি শাহ আলম জানান, ‘তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জনিকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আর জনির বন্ধুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, ওই শিক্ষার্থী আমার হলের। তার বাড়ি নোয়াখালীতে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

এ বিষয়ে জহুরুল হক হলের প্রভোস্ট দেলোয়ার হোসেন বলেন, ‘পানিতে সাঁতার কাটতে নেমে নিজের ভারসাম্য রক্ষা করতে না পারায় জিনির মুত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :