দিল্লিতে আবার চলন্ত গাড়িতে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১১:৫৯

ভারতের রাজধানী দিল্লির গুরুগ্রামে রবিবার মধ্যরাতে গণধর্ষণের পর এক তরুণীকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে।

এনডিটিভির খবরে বলা হয়, ২২ বছর বয়সী নির্যাতিত ওই নারী সিকিমের বাসিন্দা। রবিবার ভোররাতে মধ্য দিল্লির কন্নট প্লেস থেকে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী যখন প্রায় বাড়ির কাছাকাছি, ঠিক সেই সময় তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে অপহরণ করে একটি ছোট গাড়িতে জোর করে তুলে নেওয়া হয়। এরপর গুরুগ্রাম থেকে পশ্চিম দিল্লির নজফগড়ের দিকে রওনা দেয় গাড়িটি। চলন্ত গাড়িতেই তরুণীকে ধর্ষণ করে তারা। এরপর গুরুগ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নজফগড়ের রাস্তায় দুষ্কৃতীরা তরুণীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের সাহায্যে থানায় আসেন ওই তরুণী। তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনের নাম দীপক বলে জানিয়েছেন তিনি। তার উপর অত্যাচার চালানোর সময় অন্য দুইজন নাকি তাকে ওই নামেই ডাকছিল।

রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে গুরুগ্রাম পুলিশ। যে গাড়িতে ওই ঘটনা ঘটেছে সেটিরও খোঁজ শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের নাগাল পেতে গুরুগ্রাম এবং নজফগড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর একই কায়দায় নির্ভয়াকে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করে একদল দুষ্কৃতী। প্রায় চার বছর পর, এ মাসের শুরুতে সেই অপরাধীদের মধ্যে চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছে শীর্ষ আদালত।

মাত্র দুইদিন আগে দিল্লি সংলগ্ন রোহতক থেকে বছর তেইশের এক তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :