নারায়ণগঞ্জে রিপন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১৩:৪৬

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর ছেলে বালু ব্যবসায়ী রিপন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে ১১ আসামিকে খালাস দেয়া হয়।

সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ড পাওয়া দুইজন হলেন শহীদ ও রাসেল। এদের মধ্যে শহীদ পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুইজনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

খালাস পাওয়া আসামিরা হলেন- দুদু মিয়া, শহীন, সুরুজ্জামান, অলি উল্লাহ, হারুন, ইসলাম, মিন্টু, ফজলুল হক ওরফে ফজলা, আব্দুর রহমান সরকার, শামীম ও পারভেজ। বিচারকালীন মামলার অপর আসামি সাধন মিয়া মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ জুন বালু ব্যবসায়ী রিপন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বালু ভরাট করছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করেন। ঘটনায় পরদিন রিপনের বাবা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা করেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর সিআইডির উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৩ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

ঢাকাটাইমস/১৫মে/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :