শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে নিহত ১, দুই শতাধিক ঘর বিধ্বস্ত

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ২০:৪১

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে গাছের ডাল পড়ে বেগম আক্তার নামে এক নারী মারা গেছেন। এছাড়া জেলার ঘূর্ণিঝড়ে কাচিকাটা, চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় প্রায় শতাধিক লোকজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঝড় হয়।

নিহত বেগম আক্তার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের পায়াতলি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আকস্মিক ঝড়ে নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও ডিএমখালী ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম প্রায় তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় প্রায় শতাধিক লোকজন আহত হয়েছেন।

এর মধ্যে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত নুরু মাদবরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল ও ৫শ টাকা করে দেয়া হবে। এছাড়া, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ হাজার টাকা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :