সিরাজগঞ্জে বাঁধে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৭, ১৩:৪০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নির্মাণাধীন যমুনার তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার এলাকাজুড়ে ধস নেমেছে। এতে নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার রাতে চৌহালীর খাস কাউলিয়া ফাজিল মাদ্রাসার রোডের মাথায় এ ধস শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ও জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা করছে।

টাঙ্গাইল পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বরে ১০৯ কোটি টাকা ব্যয়ে যমুনার পূর্ব তীর সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর এলাকার সাত কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ শুরু হয়। সোমবার রাতে হঠাৎ নির্মাণাধীন ওই বাঁধটির চৌহালী ফাজিল মাদ্রাসা রোড এলাকায় ধস দেখা দেয়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনার পানি বৃদ্ধি ও নদীর ভেইজ লেবেল ডাউন হওয়ার কারণে এ ধস দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বালুবোঝাই জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, এতে আতঙ্কের কিছু নেই। কিছুদিনের মধ্যেই এর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। এতে মূল বাঁধ নির্মাণে কোন প্রভাব পড়বে না।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :