আখাউড়ায় কস্তুরিসহ আটক ১

প্রকাশ | ১৬ মে ২০১৭, ১৮:৫৭ | আপডেট: ১৬ মে ২০১৭, ১৯:৪১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় হরিণের কস্তুরিসহ জয়দল হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কস্তুরি হচ্ছে পুরুষ হরিণের পেটের গ্রন্থি থেকে নিঃসূত সুগন্ধি (মৃগনাভী)।

ভারত থেকে কস্তুরি নিয়ে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে চারটি কস্তুরি উদ্ধার করা হয়।

মহামূল্যবান হরিণের মৃগনাভী (কস্তুরি) জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহবুব আলম। তিনি বলেন, চারটি কস্তুরির মূল্য প্রায় সোয়া ৩ লাখ টাকা। কস্তুরিসহ আটককে বিকালে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)