বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজউক
নকশা বহির্ভূত ভবন নির্মাণ করার অভিযোগে নগরীর প্রেসিডেন্ট রোড এলাকার একটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক। মঙ্গলবার দুপুরে রাজউকের নারায়ণগঞ্জ জোনের অথারাইজড অফিসার আশিষ কুমার সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রাজউকের অথারাইজড অফিসার আশিষ কুমার সাহা জানান, চাষাঢ়া ম খণ্ড মৌজার পৌনে ১০ শতাংশ জায়গার উপর দশ তলা ভবন নির্মাণের জন্য রাজউকের কাছে আবেদন করেন কমল কুণ্ড, সঞ্জিব সাহা, রতন সাহাসহ চার ভাই। রাজউক এক বছর পূর্বে দশ তলা ভবনের নকশার অনুমোদন দেয়। এরই মধ্যে দশ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
কিন্তু রাজউক অভিযোগ পায়, দশ তলা ভবনের চার পাশে বেশকিছু অংশ নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে রাজউক মঙ্গলবার অভিযান চালায়। এসময় রাজউক লেবার দিয়ে হাতুড়ি ও সাবল দিয়ে নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দিয়েছে।
তিনি জানান, নকশা বহির্ভূত অংশ ভাঙতে রাজউকের যে খরচ হচ্ছে তা ভবন মালিকের কাছ থেকে পরবর্তীতে আদায় করা হবে।
উচ্ছেদ অভিযান চালার সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিতে ছিলেন।
এলকাবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জে আরো বেশ কয়েকটি ভবন আছে- যেগুলো রাজউক থেকে ভবন নির্মাণের নকশ অনুমতি নিয়ে নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ করেছে।
(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন