রাঙামাটিতে হত্যা মামলার দুই আসামির জবানবন্দি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০১৭, ২৩:০১

ভাড়াতে মোটরসাইকেলচালক ছাদেকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার চিরঞ্জিত চাকমা ওরফে ঠিক বাবু এবং কৃষ্ণ বিকাশ চাকমা ওরফে চোখখে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকারের আদালতে তারা এ জবানবন্দি দেন।

গত সোমবার সন্ধ্যায় ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ বলেন, আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়নি।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, গত ১০ এপ্রিল ৬০ টাকার ভাড়া কারণে মোটরসাইকেলচালক ছাদেকুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ বিকাশ চাকমা ছাদেকুলকে জোরে ধাক্কা দিলে ছাদেকুল রাস্তার পাশে ড্রেনের ওয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

গত ১০ এপ্রিল খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা থেকে ভাড়াতে মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে ভাড়ায় রাঙামাটির নানিয়াচরে ঘিলাছড়িতে আনা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজের ৩দিন পর চালক ছাদিকুল ইসলামের লাশ ঘিলাছড়িতে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের পাশে মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার হয়।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :