যশোরে স্ত্রী খুনে স্বামীর ফাঁসি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০১৭, ১৪:৫৭

যশোরে স্ত্রী হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে তিতুমীর নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে তার এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়ার আইয়ুব আলীর ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)ইদ্রিস আলী জানান, আব্দুল্লাহ সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিল। তার দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় প্রায়ই সালমাকে শারীরিকভাবে নির্যাতন করেন তিনি।

২০১২ সালের ৯ জুলাই সালমার শরীরে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে আব্দুল্লাহ। এ ঘটনায় নিহত সালমার বাবা বাদী হয়ে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণা শেষে দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :