শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০১৭, ১৮:৫৬ | প্রকাশিত : ১৭ মে ২০১৭, ১৬:৩৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, জনদুর্ভোগ কমাতে পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী এবার মূল সড়কে শোভাযাত্রা করেনি করেনি ছাত্রলীগ।

শোভাযাত্রা শেষে জাকির হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যেমে দেশে ৭৫ পরবর্তী যে নেতৃত্বেও শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ হয়েছিল। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র কওে সেদিন ছাত্রলীগের নেতাকর্মী বিপুল আনন্দ উৎসাহে, হাজারো স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নিয়েছিল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কিছুদিন আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ যান। বঙ্গবন্ধুকে হত্যার পর ছয় বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালে আওয়ামী লীগ তাকে দলীয় সভাপতি নির্বাচন করলে ওই বছরের ১৭ মে তিনি ঢাকায় ফেরেন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সেটা ছাত্রলীগ উপলব্ধি করতে পেরেছিল বলেই ওয়ান ইলাভেনে নেত্রীর মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল।’

ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা সাধারণত প্রতিবছর মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা নিয়ে গুলিস্তান পার্টি অফিসে যেতাম। কিন্তু বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী এইবার শোভাযাতা নিয়ে ক্যাম্পাসের বাইরে যাইনি। শুধুমাত্র ছুটির দিন মূল সড়কে মিছিল-শোভাযাত্রা করা যাবে বলে।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান রনি, আদিত্য নন্দী, এরশাদুর রহমান, আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ শোভযাত্রায় উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সহসভাপতি সোহান খান, যুগ্ন সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ড, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম,

উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুম্ময় দে, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, পাঠাগার সম্পাদক ইলিয়াস উদ্দিন

স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ মিছিলে অংশ নেন।

ঢাকাটাইমস/১৭মে/এনএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :