হঠাৎ উপড়ে পড়লো জগন্নাথের বিশাল কৃষ্ণচূড়া গাছটি

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০১৭, ১৭:৩৬

এবার রাজধানীতে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের, রাজারবাগ পুলিশ লাইন্সের পাশেরসহ বিভিন্ন এলাকার গাছ। সবগুলো গাছই উপড়ে গেছে ঝড়ের দিন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশালাকার কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ল শুকনো দিনে।

বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে। ঝড় নেই, বৃষ্টি নেই, নেই বাতাসের ঝাপটা, এই সময় হঠাৎ করেই ক্যাম্পানের শান্ত চত্বরে গাছটির উপড়ে পড়ায় অবাক হয়েছে শিক্ষার্থীরা। এতে কোনো শিক্ষার্থী হতাহতের খবর না পাওয়া গেলেও গাছের পাশে রাখা পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীরা বলছে করছে, যদি গাছটি উত্তর দিকে বা পশ্চিম দিকে শহীদ মিনার বরাবর অথবা নতুন ভবন বরাবর কিংবা ভাষা শহীদ রফিক ভবন বরাবর উপরে যেত তবে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

(ঢাকাটাইমস/১৭মে/আইএইচ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :