মৌলভীবাজারে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৭, ১৯:৩৯
অ- অ+
প্রতীকী ছবি

মৌলভীবাজারে পৃথক দুটি জায়গা থেকে এক প্রধান শিক্ষকসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ এলাকা ও দুপুরে সৈয়ারপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ দুটি শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজ সংলগ্ন এলাকার জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষণ পদ দেবনাথ ঝুলন্ত লাশ সকালে তার নিজ কক্ষে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অন্যদিকে সৈয়ারপুর এলাকার আব্দুল বারিক এর ছেলে রাজু আহমদ দুপুরে তার নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করলে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদশর্ক বজলুর রশিদ বলেন, কীভাবে ওই দুজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা