আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর হামলা: ব্যবস্থা নেবে ছাত্রলীগ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঢাকাটাইমস২৪.ডটকমের সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার সকালে ঢাকাটাইমসকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘সাংবাদিকদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা চাই না আমাদের দলের কারো কারণে এই বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়। আমরা আলফাডাঙ্গার ঘটনাটি তদন্ত করবো। তদন্তের পর দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কোনো ছাড় দেয়া হবে না।’
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গার কলেজ রোডে সন্ত্রাসী হামলার শিকার হয় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম। স্থানীয় সন্ত্রাসী তন্ময় উদ্দৌলা দিনে দুপুরে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নাঈম গুরুতর আহত হয়। তিনি আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। তন্ময় উদ্দৌলা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কখনোই মেনে নেয়ার মতো না বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতারা। জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ঢাকাটাইমসকে বলেন, ‘সাংবাদিক মুজাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা মেনে নেয়ার মতো না। ছাত্রলীগের কোনো নেতা কেন, একজন কর্মীও এ ধরনের কাজ করতে পারে না। তার মতো খারাপ ছেলে ছাত্রলীগের নেতা হওয়ার যোগ্য নয়। আমরা তাকে বহিষ্কার করার ব্যবস্থা করছি।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘তন্ময়ের ব্যাপার অনেক আগে থেকেই নানা ধরনের অভিযোগ আছে। এখন সাংবাদিকের ওপর হামলা করে সে দলের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দেয়া চেষ্টা করছে। তার মতো ছেলে ছাত্রলীগে নেতা থাকতে পারে না।’
(ঢাকাটাইমস/ ১৮ মে/ এইচএফ)
মন্তব্য করুন