ঢাকাটাইমস প্রতিনিধির ওপর হামলায় বিশিষ্ট সাংবাদিকদের নিন্দা

নিজস্ব প্রতিবেদেক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:১৮ | প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৪:৪০

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন জাতীয় সংগঠন। এসব সংগঠনের নেতারা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে। তারা অবিলম্বে মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলাকারীর গ্রেপ্তারের দাবি জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘আমি আলফাডাঙ্গার সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি জানি না। জেনে এ বিষয়ে কথা বলতে হবে। তবে সাধারণভাবে বলা যায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক।’

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। এ হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে সাংবাদিকদের ওপর যে হামলা হচ্ছে এটি তারই অংশ।’

ডিআরইউ’র সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে। তাকে আইনের আওতায় আনেতে হবে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা। যখন গণ্যমাধ্যমের ওপর হামলা হয় তখন বুঝতে হবে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। কারণ গণমাধ্যম ছাড়া গণতন্ত্র ভালভাবে চলতে পারে না। সাংবাদিবদের ওপর হামলা করা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করা। আমরা মনে করি গণতন্ত্র বিকাশের স্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা জানান, এই ধরনের হামলা ন্যাক্কারজনক। আমি হামলাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করতে হবে। এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, সাংবাদিক মুজাহিদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মানা যায় না। এটা মুক্ত গণমাধ্যমের আন্তরায়।

ডিআরইউ এর যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গার কলেজ রোডে সন্ত্রাসী হামলার শিকার হয় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম। স্থানীয় সন্ত্রাসী তন্ময় উদ্দৌলা দিনে দুপুরে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নাঈম গুরুতর আহত হয়। তিনি আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। তন্ময় উদ-দৌলা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

ঢাকাটাইমস/১৮মে/এমএম/জেআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :