ঢাকাটাইমসের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৫:৩১

অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় আসামি হিসেবে তন্ময় উদ্দৌলার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা নং-৪, দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

আসামিরা আগে থেকে সংবাদপত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধ করতো এবং তারা এলাকার দাঙ্গাবাজ ও খুব খারাপ প্রকৃতির লোক বলে মামলায় উল্লেখ করা হয়। হামলার সময় মুজাহিদের কাছ থেকে আসামিরা ৪১ হাজার ২৫০ টাকা মুজাহিদের কাছ ছিনিয়ে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে সাংবাদিক মুজাহিদ উল্লেখ করেন, ‘১৭ মে বুধবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আলফাডাঙ্গা রোড দিয়ে যাওয়ার সময় ঐশী স্টুডিওতে পৌঁছামাত্র তন্ময় উদ্দৌলাসহ তার সঙ্গীরা আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় তাদের হাতে থাকা হকিস্টিক ও লোহার রড নিয়ে আমার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তন্ময় আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এর প্রতিবাদ করায় বিবাদীরা তাদের হাতে থাকা হকিস্টিক ও রড দিয়ে আমাকে নীলফোলা জখম করে। এছাড়া এ সময় আমার গলায় থেকে আইডি কার্ড এবং প্যান্টের পকেট থেকে ৪১ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম ঢাকাটাইমসকে বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৮মে/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :