ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৭:২৯

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় জঙ্গি সেলিম হোসেন ও তার চাচাত ভাই প্রান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে মোট ২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। বুধবার দিনগত রাত ১২টার দিকে র‌্যাব বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

র‌্যাব-৬ ঝিনাইদহের ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, আগেই সেলিম ও প্রান্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

গত দুদিনের পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি বোমা, ১৮টি ডাইনামাইট স্টিক, ৪০টি বোমা তৈরির বৈদ্যুতিক সার্কিট, ১৮৬টি পিভিসি সার্কিট বোর্ড, ১৮টি নিউজেল, চারটি হাইড্রোজন কনটেইনার ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল উদ্ধার করা বোমা ও সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করে।

(ঢাকাটাইমস/১৮মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :