যশোরে গণপিটুনিতে ডাকাত আহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৮:১০

যশোর-নড়াইল সড়কে বৃহস্পতিবার ভোরে রাস্তার উপর গাছ ফেলে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত রবিউল গুরুতর আহত হয়েছেন।

কোতয়ালী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।

আহত ডাকাত রবিউল রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মাছপাড়া লক্ষ্মীনদী গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

এসআই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর তিনটার দিকে খবর পান যশোর-নড়াইল সড়কের হামকুড়া সেতুর নিকট মুস্তাক আহমেদের মেহগনি বাগানের গাছ কেটে রাস্তার উপর ফেলে এক দল ডাকাত ২০-৩০টি গাড়ি থামিয়ে ডাকাতি করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির যাত্রীরা ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় রবিউলকে যাত্রীরা ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে পুলিশ উদ্ধার করে রবিউলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

রবিউলের অবস্থা জানতে চাইলে হাসপাতালের সার্জারি বিভাগের ডা. মনিরুজ্জামান লড বলেন, রবিউলের অবস্থা আশংকাজনক হওয়ায় ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :