আহত সাংবাদিক নাঈমের পাশে আলফাডাঙ্গার বিশিষ্টজনেরা
সন্ত্রাসী হামলায় আহত ঢাকাটাইমসের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈমকে হাসপাতালে এসে দেখে গেছেন উপজেলার বিশিষ্টজনরা। এসময় তারা সাংবাদিক নাঈমের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে তার ওপর হামলাকারী সন্ত্রাসী তন্ময়ের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বৃহস্পতিবার তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে আসেন।
আহত সাংবাদিককে যারা দেখে গেছেন, তারা হলেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি আহসানউদ্দৌলা রানা, উপজেলার গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা সদর বাজার বণিক সমিতির সধারণ সম্পাদক মিয়া আব্দুল মান্নান আব্বাস, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গার কলেজ রোডে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম। স্থানীয় সন্ত্রাসী তন্ময় উদ্দৌলা দিনে-দুপুরে এ সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নাঈম গুরুতর আহত হন।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে। তন্ময় উদ-দৌলা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
(ঢাকাটাইমস/১৮মে/এলএ)
মন্তব্য করুন