দখলমুক্ত হল আমিনবাজার ট্রাক স্ট্যান্ডের চামড়াপট্টি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৯:২১

রাজধানীর আমিনবাজার ট্রাক স্ট্যান্ডের চামড়াপট্টি এলাকার অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে আমিনবাজার ট্রাক টার্মিনাল সংলগ্ন চামড়াপট্টি হিসেবে পরিচিত এলাকাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩৫০টি স্থায়ী,আধাপাকা এবং অস্থায়ী স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

বহু বছর আগে সড়ক ও জনপথ বিভাগ পরিকল্পিতভাবে ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ১৫ বিঘা আয়তনের বিশাল এ জায়গাটি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। কিন্তু কতিপয় দখলদার বেশ কিছু জায়গা অবৈধভাবে দখলে রাখায় পরিকল্পিত ট্রাক টার্মিনাল নির্মাণ করা সম্ভব হচ্ছিল না।

দীর্ঘ অপেক্ষার পর অভিযান চালিয়ে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়।

এসময় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন,ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি.জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, মহা ব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান অভিযানের সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮মে/এএ‌কে/ )

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :