গ্রেপ্তার সকালে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত রাতে

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০১৭, ১১:৩০ | প্রকাশিত : ১৯ মে ২০১৭, ০৯:৩৮

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে গতকাল সকাল গ্রেপ্তারের পর রাতে অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম রাছেল ওরফে কালা রাছেল।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি ডাকাতদলের সদস্য বলে ভাষ্য পুলিশের।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার রাছেলের দেয়া তথ্যমতে রাতে দত্তপাড়া বিনিদিঘির পাড় এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। একপর্যায়ে গুলিতে রাসেল আহত হয়। রাছেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, গোলাগুলির ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রাসেলের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :