চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৭, ১৪:২৬
অ- অ+

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে হেলাল খা নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঢাকা মহনগরীর খিলগাঁও থানার খোকন মিয়াকে আটক করে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অটোরিকশা মালিক বাবুল খা জানান, রাতে গাজীরটেক ইউনিয়নের তেলেডাঙ্গী গ্রামের সাঈদের দোকানে অটোরিকশা চার্জ দেয়ার জন্য রেখে আসি। ভোরে জানতে পারি, সেটি চুরি হয়ে গেছে।

চরভদ্রাসন থানার এসআই আব্দুর রব জানান, রাত তিনটার দিকে সিঁদ কেটে অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে অটোটি জব্দ করে। চালক বেশে থাকা রহমান নামে এক যুবক জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তবে হেলাল ও খোকন নামে দুইজন ধরা পড়ে। এ সময় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হেলাল মারা যায়।

পরে হেলালের লাশ পুলিশ থানায় নিয়ে আসে এবং আহত খোকনকে চরভদ্রাসন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা