গানপাউডারসহ শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৮শ গ্রাম গানপাউডার, শতাধিক জিহাদী বইও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ছয়জনের বাড়ি শিবগঞ্জ, দুইজনের ভোলাহাট, চারজনের গোমস্তাপুর ও একজনের বাড়ি সদর উপজেলায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহম্মেদ জানান, ‘শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদে পৌর এলাকার চাঁদলাই মহল্লার সাদেকুল ইসলামের বাড়িতে ও শহরের পাওয়ার হাউস মোড়ের এক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। এসময় ৮শ গ্রাম গানপাউডার, শতাধিক জিহাদী বইসহ ১৩ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।’
তিনি জানান, ‘সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদনের শুনানিতে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় বহালের প্রতিবাদে গ্রেপ্তার শিবিরকর্মীরা সোমবার শহরে মিছিলে অংশ নেয়ার কথাও স্বীকার করে।’
পরে তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় পৃথকটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন