সিরিয়ার ট্যাংক বহরে মার্কিন হামলা

প্রকাশ | ১৯ মে ২০১৭, ১৭:৩৬ | আপডেট: ১৯ মে ২০১৭, ১৭:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সিরিয়ার একটি সামরিক বহরের ওপর আবার হামলা চালিয়েছে মার্কিন জঙ্গিবিমান। সিরিয়ার এ সামরিক বহর দেশটির দক্ষিণাঞ্চলে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছিল।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানগুলো সিরিয়ার ২৪টি ট্যাংক বহরের ওপর হামলা চালায়। এসব ট্যাংক জর্ডান সীমান্তের দিকে যাচ্ছিল।

মার্কিন ঐ কর্মকর্তা বলেন, ট্যাংকগুলো জর্ডান সীমান্তে দামেস্ক বিরোধী গেরিলাদের প্রশিক্ষণ ঘাঁটির খুব কাছাকাছি চলে যায় এবং তাদেরকে সতর্ক সংকেত দিলেও তা উপেক্ষা করে। পরে ওই ট্যাংক বহরের ওপর হামলা চালানো হয়।

অপর এক কর্মকর্তা বলেছেন, ব্রিটিশ ও মার্কিন কমান্ডোরা দামেস্ক বিরোধী গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে।

মার্কিন হামলার পর সিরিয়ার সামরিক বহরের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।

মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ার ট্যাংক বহরকে কেবলমাত্র শক্তি প্রাদর্শন করা হয়েছে।

এর আগেও কয়েক দফা সিরিয়ার সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৯মে/এসআই)