এটা কি তাদের বাবার রাস্তা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:২১ | প্রকাশিত : ১৯ মে ২০১৭, ১৭:৪২

জনগণের রাস্তার ওপর কোনো ‘নো পার্কিং’ দেখতে চান না ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমন ইচ্ছার কথা জানিয়ে মেয়র বলেন, ‘সেদিন দেখি জি-৪ নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠান আমাদের রাস্তার উপর তাদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। লিখে দিয়েছে ‘নো পার্কিং’। এটা কি তাদের বাবার রাস্তা?’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আনিসুল।

মেয়র নির্বাচিত হওয়ার পর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত পরিষ্কার করা, উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন ঢাকা উত্তরের মেয়র। আবার অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ বেশ কিছু উন্নয়নকাজ করতে গিয়ে জনসাধারণের ভোগান্তি হওয়ায় মেয়রকে সমালোচনাও শুনতে হয়েছে।

আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরের পাবলিকের রাস্তার ওপরে কোনো নো পার্কিং দেখতে চাই না। জাস্ট ওয়ান উইক টার্ন। সাধারণ মানুষের রাস্তা, সাধারণ মানুষেরই থাকবে।’

সম্প্রতি গুলশান এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সামনের ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধেও অভিযান চালায় সিটি করপোরেশন। অভিযানের পর এসব ফুটপাত জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়।

মেয়র বলেন, ‘সৌদি দূতাবাসে গিয়ে দেখি সমস্ত রাস্তায় ওনারা নো পার্কিং, নো পার্কিং দিয়ে রেখেছেন। তাদের দেশের রাস্তায় কি এভাবে থাকতে দেবে? তাদের দেশের রাস্তায় কি তাদের নাগরিককে আটকানো যাবে? আমার দেশে অন্য দেশের দূতাবাস সাধারণ মানুষের রাস্তা দখল করেছ। এটা হতে দেব না। আমরা সাধারণ মানুষের রাস্তা উদ্ধার করবোই।’

(ঢাকাটাইমস/১৯মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :