দুই অপহৃত উদ্ধার, অস্ত্রসহ আটক ৫

প্রকাশ | ১৯ মে ২০১৭, ১৮:০৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের টেকনগপাড়া এলাকা থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাব-১ এর সদস্যরা বিদেশি পিস্তল ও গুলিসহ অপহরণকারীচক্রের পাঁচজন সদস্যকে আটক করেন।

শুক্রবার ভোর ৬টার দিকে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারীচক্রের সদস্যদের আটক করা হয়।

উদ্ধারাকৃতরা হলেন- নাটোরের মিরাজুল ইসলাম ও রাজশাহীর রাকিবুল ইসলাম।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গত ১৮ মে গাজীপুরের চৌরাস্তা এলাকা হতে অস্ত্রেরমুখে নাটোরের মিরাজুল ইসলাম ও রাজশাহীর রাকিবুল ইসলামকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহরণকারীরা টেকনগপাড়া এলাকার হারুনুর রশিদের নির্মাণাধীন বাড়ির ২য় তলায় বন্দী রেখে অপহৃতদের মোবাইলে তাদের পরিবারের সদস্যদের নিকট হতে মুক্তিপণ দাবি করতে থাকে। এক পর্যায়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অপহৃত ভিকটিম মো. মিরাজ আলী কৌশলে ওই বাড়ির পাশে রাখা বালুর স্তূপে ২য় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান এবং ঘটনাটি র‌্যাব সদস্যদের জানান। পরে র‌্যাব-১ একটি আভিযানিক দল ভোর ৬টার দিকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে অপহৃত অপর যুবক রাকিবুল ইসলামকে উদ্ধার করা হয়। অভিযানকালে র‌্যাব সদস্যরা নির্মাণাধীন সম্পূর্ণ বাড়িটি তল্লাশি করে ভবনের দ্বিতীয় তলা থেকে অপহরণকারী চক্রের সদস্য  রাব্বি হাসান নিলয়, রাকিব, শাকিল মোল্লা, সোহেল রানা এবং সোহাগকে হাতেনাতে আটক করে। আটক রাব্বি হাসান নিলয়ের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং অন্যান্য আসামিদের কাছ থেকে ৩টি চাকু, ৬টি মোবাইল, একটি ক্রেডিট কার্ড (ভিকটিমের) উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)