প্রসার ভারতী থেকে অপসারণ হতে পারেন কাজল

প্রকাশ | ১৯ মে ২০১৭, ১৯:২৫

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

দূরদর্শন ও আকাশবাণীর নিয়ামক স্বশাসিত সম্প্রচার সংস্থা 'প্রসার ভারতী’ থেকে বরখাস্ত হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল। শুটিং সংসারের চাপে তিনি বেশ কয়েকটি মিটিংয়ে অংশ নেননি। তাই এই পদক্ষেপ। পরপর চারটে বৈঠকে অনুপস্থিত ছিলেন কাজল। আর তারই জেরে প্রসার ভারতীর বোর্ডের সদস্যপদটি হারাতে চলেছেন এই অভিনেত্রী।

২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে কাজল প্রসার ভারতীর বোর্ডের পার্ট টাইম সদস্য। বেশ কিছুদিন যাবৎ বৈঠকগুলিতে কাজলের টিকি অবধি দেখতে পাচ্ছেন না প্রসার ভারতীর কর্তারা।

কাজলের মুখপাত্র অবশ্য বলছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে চারটি মিটিংয়ে অনুপস্থিত ছিলেন কাজল। এক দিকে যেরকম রয়েছে তাঁর কাজের ব্যস্ততা। অন্য দিকে রয়েছে পরিবার। তবে তাঁর কাছে এই বৈঠকগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। মিটিংয়ে উপস্থিত থাকতে না পেরে কাজল আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’

বর্তমানে বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিচারাধীন। তাঁরা বিষয়টিকে খতিয়ে দেখছেন। নিয়ম অনুযায়ী যে কোনও সদস্য চেয়ারম্যানের অনুমতি ছাড়া তিনটি বৈঠকে অনুপস্থিত হলেই তাঁকে বহিষ্কার করতে বাধ্য হবে বোর্ড। কাজল তো ইতিমধ্যেই চারটি বৈঠকে আসেননি।

ঢাকাটাইমস/১৯মে/এমইউ