ঝালমুড়ি-চানাচুর বিক্রিতে বাধা দেয়াল

প্রকাশ | ১৯ মে ২০১৭, ২২:০৬

মনোনেশ দাস, ময়মনসিংহ

স্কুলে ব্যবস্থা নেই মিড-ডে মিলের। দুপুরে শিক্ষকরা বাড়ি থেকে আনা অথবা হোটেলে গিয়ে পেট পুড়ে খাবার খেলেও তা জুটে না শিক্ষার্থীদের।

তাই পেটের ক্ষুধা সামলাতে হাফ টিফিনের প্রয়োজন পড়ে। মেয়েদের স্কুল হওয়ায় সেই হাফ টিফিন সংগ্রহেও ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হয়। স্কুল কর্তৃপক্ষ মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুলের চারপাশে এ্যাঁটে দিয়েছে বিশাল দেয়াল। তালাবদ্ধ মূল ফটকও।

অগত্যা শিক্ষার্থীরা দেয়ালের ওপার থেকেই সংগ্রহ করছে হালকা টিফিন ঝালমুড়ি, চানাচুর ইত্যাদি।

দৃশ্যটি প্রতিদিন দুপুরের। ময়মনসিংহের মুক্তাগাছা শহরের নগেন্দ্র নারায়ণ পাইলট গার্লস (এএনএন) স্কুলের ভেতর ও বাইরের।

শিক্ষার্থীরা জানালেন, এই দেয়ালের কারণে আমাদের টিফিন ঝালমুড়ি, চানাচুর ইত্যাদি কিনতে হচ্ছে চোখে না দেখেই। এক্ষেত্রে বিক্রেতারা যা দিচ্ছে, তাই খেতে হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝালমুড়ি চানাচুরে নুন ঝাল কম-বেশি দিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু দেয়ালের কারণে এ সুযোগ থেকেও তারা বঞ্চিত।

বিক্রেতারা জানালেন, দেয়ালের কারণে আমাদেরও ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় কিছু রেখে উঁচু করে ঝালমুড়ি চানাচুর বিক্রি করতে হয়। পড়ে গিয়ে হাত-পা ভাঙার আশঙ্কাও রয়েছে।

ওই স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন মন্তব্য করতে অপরগতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৯মে/ব্যুরো প্রধান/এলএ)