নড়াইলে মদসহ যুবক আটক
নড়াইল-ঢাকা সড়কের হাতিরবাগান মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তিন বোতল বিদেশি মদসহ গয়েস উদ্দীন আলী নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
গয়েস উদ্দীন সাতক্ষীরা সদরের ছয়ঘেরিয়া তুষখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, নড়াইলের হাতিবাগান মোড়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে তিন বোতল ভারতীয় মদসহ গয়েস উদ্দীনকে আটক করা হয়। গয়েস সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের মাওয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে ওসি।
ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন