উত্তরা ফিন্যান্সের এজিএম ২২ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৭, ১২:৫৭| আপডেট : ২৮ মে ২০১৭, ১০:২৮
অ- অ+

আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করবে। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হবে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য এই সভার আয়োজন করবে উত্তরা ফিন্যান্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১২ এপ্রিল।

২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে উত্তরা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৪৫ টাকা ৪৯ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ টাকা ২৪ পয়সা ইপিএস দেখিয়েছে উত্তরা ফিন্যান্স, যা গত বছর একই সময় ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ৪৭ টাকা ৭৩ পয়সা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ফিন্যান্স।

ঢাকাটাইমস/২০মে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে পাচারের সময় উলিপুর সীমান্ত থেকে ৩৩৬০ লিটার ডিজেল জব্দ
১৫০০ মার্কিনির সাজা মওকুফ করলেন বাইডেন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চলতি মাসেই চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা