হাতপাখা-হারিকেন নিয়ে লোডশেডিংয়ের প্রতিবাদ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৫:৩২

পিরোজপুরের কাউখালীতে লোডশেডিং ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যুতের গ্রাহকরা। শনিবার কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে বন্দরের উত্তর বাজার সড়কে স্থানীয় এলাকাবাসী হাত পাখা ও হারিকেন নিয়ে এ মানববন্ধন অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন- উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম, ব্যবসায়ী মো. ফরিদ, প্রভাষক নজরুল ইসলাম, অরুণ কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘনঘন লোডশিডিংয়ে সন্তানদের লেখাপড়া ও ব্যবসায় ক্ষতি হচ্ছে। তাই স্থানীয় ব্যবসায়ীদের বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে কোন মালামাল বিক্রি, বাসাভাড়া না দেয়ার আহ্বান জানান।

বক্তারা বিদ্যুতের বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন এবং অবিলম্বে উপজেলা পল্লী বিদ্যুত অফিসের এজিএম ও ইঞ্জিনিয়ারকে অপসারণের দাবি জানান।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এইউ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :