টাঙ্গাইল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০১৭, ১৬:৪৭ | প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৫:৫০

টাঙ্গাইল ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি দিয়েছে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কমিটি। তিন মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে তাদেরকে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। কেন আগের কমিটিতে বাদ দিয়ে নতুন কমিটি করা হয়েছে, সে ব্যাখ্যা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

তবে ছাত্রলীগের সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ জুন সম্মেলন ছাড়াই ইশতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি এবং শামীম আল মানুনকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি দেয়া হয়। কিন্তু এই কমিটি প্রতিরোধের মুখে পড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছেই। সংগঠনের কর্মীদের বিরোধিতায় গত দুই বছরে এই কমিটি বলতে গেলে কিছুই করতে পারেনি।

ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘পরিস্থিতি এমন হয়েছিল যে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই জন অফিস করতে গেলে অন্যরা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যেতো আবার নিয়ে আসত। এভাবে তো আর রাজনৈতিক সংগঠন চালানো যায় না। তাই কমিটি পাল্টে দেয়া হয়েছে।’

নতুন আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেলকে। তিনি আগের কমিটিতে ছিলেন সহসভাপতি হিসেবে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তানভীরুল ইসলাম হিমেল, রণি আহমেদ, শফিউল ইসলাম মুকুল, রাশেদুল হাসান জনি ও শফিউল আলম মুকুলকে। আর সদস্য করা হয়েছে মোট ৪৬ জনকে।

শফিউল আলম মুকুলের সঙ্গে কথা হয়েছে ঢাকাটাইমসের। তিনি ছিলেন বিলুপ্ত কমিটির সহসম্পাদক। তিনি বলেন, ‘এখনও চিঠি পাইনি, তবে অনুমোদিত কাগজ পেয়েছি ফেসবুকের মাধ্যমে।’

আগের কমিটি কেন বিলুপ্ত করা হয়েছে, জানতে চাইলে ঢাকাটিইমসকে মুকুল বলেন, ‘আগের কমিটি নিয়ে আন্দোলন হচ্ছিল। সম্মেলন ছাড়াই এই কমিটি দেয়া সংগঠনের গঠতন্ত্র মোতাবেক ছিল না। এ কারণে এর বিরুদ্ধে বিভিন্ন ইউনিট আন্দোলন করেছে।’

এই আহ্বায়ক কমিটিকে কি নেতা-কর্মীরা মেনে নিয়েছে?-জানতে চাইলে মুকুল বলেন, ‘টাঙ্গাইলের তৃণমূলের ছাত্রলীগের যে আকাঙ্ক্ষা সেই আশা অনুযায়ী সবার কাছে গ্রহণযোগ্য একটা কমিটি হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে আমরা প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করব।’

আহ্বায়ক কমিটির প্রধান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘ছাত্রলীগ হলো সবচেয়ে জনপ্রিয় মেধাবী ছাত্রদের সংগঠন। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এই সংগঠনের কর্মী হিসাবে সবসময় সাধারণ মানু্ষের পাশে থাকবো, সাধারণ মানুষের পক্ষে কাজ করবো।’

ঢাকাটাইমস/২০মে/এনএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :