জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল বিভাগে চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা স্কুল
এ বছর ‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের স্কুল পর্যায়ে ফরিদপুর জেলা স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ফরিদপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ফরিদপুর জেলা স্কুলের হয়ে আতাউর রহমান মৃধা, তানভীর আবদুল্লাহ ও অয়ন বিশ্বাস এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দলের দল নেতা আতাউর রহমান মৃধা শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পান।
পাঁচ দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে সারাদেশের ৪০টি স্কুল, ৮টি কলেজ ও ১৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন, অতি. জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার শীল প্রমুখ।
(ঢাকাটাইমস/২০মে/এসবি/এলএ)
মন্তব্য করুন