মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
টাঙ্গাইলের মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপির স্ত্রী আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সদস্য মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, সহকারী শিক্ষক মো. লিয়াকত হোসেন খান, ছাত্রলীগ নেতা তাহরিন হোসেন সীমান্ত প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন