মির্জাপুরে সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ
টাঙ্গাইলের মির্জাপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলানায়তনে এ সভার আয়োজন করা হয়।
মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সভাপতি খান আহম্মেদ শুভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ।
সমাবেশে সাধারণ মানুষ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন