দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৭, ২৩:০২
অ- অ+

সাতক্ষীরায় শারমিন সুলতানা রিমা নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এসিড আক্রান্ত রিমা ঝালকাঠি জেলার রাজাপুর থানার উপ-পরিদর্শক টিপু সুলতানের স্ত্রী।

তিনি পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকার রফিকুল ইসলাম জুলুর মেয়ে।

রিমার পিতা রফিকুল ইসলাম জুলু জানান, স্বামীর কর্মস্থল দূরে হওয়ায় গত কয়েকমাস ধরে তার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিল রিমা। দুপুরে খেয়ে সে এক ঘরে এবং তার মা অন্য ঘরে ঘুমিয়ে ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে ঘরে ঢুকেই অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এসিড মেরে পালিয়ে যায়। এতে তার মুখ, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা।

তিনি জানান, তার জামাই ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর তারা মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হচ্ছেন।

এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে, খোঁজ নিয়ে দেখব।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা