ভূমিমন্ত্রীর গ্রেপ্তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসের আরও দুই মামলা

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০১৭, ১৫:৪৩ | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১০:৩৩

ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। এর একটি মামলা করেছেন একজন মুক্তিযোদ্ধা এবং অপর মামলাটি করেছেন একজন ব্যবসায়ী। এ নিয়ে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো তিনে।

শনিবার বিকালে ডিলুর নিজ এলাকা ঈশ্বরদী থানায় এই মামলা দুটি হয়। এতে মন্ত্রীপুত্রের আরও ৩৩ সহযোগীকেও আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার। তবে মামলা দুটিতে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলছে না আইনশৃঙ্খলা বাহিনীটি।

মামলা দুটির একটি করেছেন ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস। অপর মামলাটি করেছেন একই এলাকার ব্যবসায়ী শরিফুল ইসলাম রুয়েন।

গত বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দুই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের যে ঘটনায় মন্ত্রীপুত্র গ্রেপ্তার হয়েছেন, সেই ঘটনাতেই এই মামলা দুটি হয়।

বৃহস্পতিবার ওই আমলার পর ভূমিমন্ত্রীর ছেলে শরীফের বিরুদ্ধে সসন্ত্রী কর্মকাণ্ডের অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস মামলা করেন। এরপর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ মন্ত্রীর ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবারই ১১ জনকে আদালতে তোলা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠান পাবনার মুখ্য বিচারিক হাকিম আবদুল বাসেত বুলু মিয়া।

ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে তিনটি মামলার তদন্তের ভার দেয়া হয়েছে ঈশ্বরদী ফাঁড়ির ইনচার্জ আবদুল মজিদকে। এখন পর্যন্ত তদন্তে অগ্রগতি জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এখনও আমার তদন্ত শেষ হয়নি। শেষ হলেই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’ ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :