কুম্বলের বেতন ৮ কোটি রুপি, দ্রাবিড়ের ৪.৫ কোটি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০১৭, ১৬:৩১ | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৬:২৩

ভারতীয় ক্রিকেটের স্বর্ণ যুগ চলছে এখন। অর্থের ছড়াছড়ি ভারতীয় ক্রিকেটে। জাতীয় দলে খেলে বছরের দুই কোটি টাকা বেতন পান বিরাট কোহলি-ধোনিরা। পিছিয়ে নেই কোচরাও। জানা গেছে, ভারতীয় দলের কোচরা বিরাট কোহলির চেয়েও অনেক বেশ বেতন পান।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুম্বলের সঙ্গে যদি বিসিসিআই চুক্তি নবায়ন করে, তাহলে কুম্বলে পাবেন বার্ষিক ৮ কোটি রুপির মতো! ক্রিকেটের কোনো কোচই এর আগে এতো বেতন পাননি।আইপিএলের কোচরাও মোটা অঙ্কের বেতন নিয়ে থাকেন।

সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন রাহুল দ্রাবিড়। দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্বে তিনি৷বছরে দিল্লির থেকে ‘দ্য ওয়াল’ পান ৪.৫ কোটি রুপি৷আইপিএল-এর সবচেয়ে দামি কোচ তিনিই৷মুম্বাইয়ের দায়িত্বে দু’বছর থাকা রিকি পন্টিংও এই অঙ্কের টাকা পেয়েছিলেন!

আরসিবি’র ড্যানিয়েল ভেট্টোরি, কেকেআর’এর জ্যাক ক্যালিস পাচ্ছেন প্রায় ৩.৫ কোটি রুপি৷কিংস ইলেভেন পঞ্জাবের বীরেন্দ্র শেবাগ, মুম্বাইয়ের মাহেলা জয়বর্ধনে, সানরাইজার্সের টম মুডি, পুণের স্টিফেন ফ্লেমিংদের বেতন ২.৩-৩ কোটির মধ্যে৷

অন্যদিকে মুম্বইয়ের ‘ফ্র্যাঞ্চাইজি আইকন’ সচিন টেন্ডুলকর৷তাঁর বার্ষিক বেতন নাকি দ্রাবিড়ের থেকেও বেশি৷সবচেয়ে কম পাচ্ছেন গুজরাতের ব্র্যাড হজ৷বার্ষিক ৭০ লক্ষে তাঁর সঙ্গে চুক্তি রায়নাদের৷

(ঢাকাটাইমস/২১মে/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :