সাতক্ষীরা জেলা বিএনপির সম্পাদক আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৭:১৫
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চার বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে, পুলিশের দাবি নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

আটক অপর তিনজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহম্মেদ মানিক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এর আগে, শহরের রাধানগর এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অহেতুক তল্লাশি চালায়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ১০টায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় শহরের রাধানগর এলাকা তাকেসহ চারজনকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, নাশকতার প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চারজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা