ছুটছে আশরাফুলের ব্যাট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০১৭, ১৭:২৯ | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৭:২৪
ফাইল ছবি

নিষেধাজ্ঞার খড়গ পার করে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ফের ২২ গজে নাম লেখালেন মোহাম্মদ আশরাফুল। শুরুর দিকে কিছুটা ছন্নছাড়া ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিবর্তন। ফিরেছেন ছন্দে। চলমান প্রিমিয়ার লিগের সর্বশেষ পরিসংখ্যান তেমনটি জানান দিচ্ছে।

রানের মধ্যেই আছেন অ্যাশ। সর্বশেষ দলকে তিনটি দারুণ ইনিংস উপহার দিয়েছেন তিনি-৮১, ৪৪, ৫৬। কয়েকদিন আগে শেখ জামালকে হারিয়ে জয়োল্লাস করে আশরাফুলের কলাবাগান। ওই ম্যাচে দলকে জেতাতে মূল দায়িত্বটা কাঁধে নেন আশরাফুল। খেলেন ৮১ রানের অপরাজিত এক ইনিংস। এরপর প্রীতি ম্যাচে দাওয়াত পান আশরাফুল।

উড়ে যান কাতারে। সেখানেও ব্যাট হাতে রান করেন তিনি। দেশটির জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে মিসবাহ ঈগলসের বিপক্ষে ইরফান ফ্যালকন্সের হয়ে ৩৬ বলে ৪৪ রান করেছিলেন আশরাফুল। আজ বিকেএসপিতে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ৫৬ রানের সাবলীল ইনিংস।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েও ব্যাট-বলকে বিদায় বলেননি তিনি। ব্যক্তিগতভাবে চালিয়ে গেছেন অনুশীলন। খেলেছেন দেশের বাইরেও। সবশেষ গত বছরের ১৩ আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি পায় আশরাফুল।

প্রসঙ্গত, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও।

(ঢাকাটাইমস/২১মে/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :