ঢাকায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৮:০১

ছাত্রী মৃত্যুর ঘটনায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের ওপর বহিরাগতদের হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখা।

রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

ঢাকা-বিভাগ (স্বাস্থ্য) সাবেক পরিচালক ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. মো. খোরশেদ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মো. ইমরান আলী মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সাইফুর রহমান ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. লুৎফর রহমান, ডা. বিকাশ চন্দ্র তরফদার, ডা. সুজন কুমার রায়, ডা. বিপুল বালো, ডা. সুজিত কুমার সরকার ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি ডা. পঙ্কজ কুমার মুজুমদার।

প্রায় ঘণ্টাব্যপী এ মানববন্ধনে বক্তারা ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের ওপর বহিরাগতদের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :