গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্রস্তুতি কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৯:৩৫

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নবগঠিত জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজধানীর বনানীর এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র আন্দোলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব (চলতি দায়িত্বে) অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মেহ্জাবীন ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সালমান হক রাফায়েল।

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের (চলতি দায়িত্ব) বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, আগামী দিনের তারাই নেতৃত্ব দিবে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের বিপ্লবে অগ্রসৈনিক ছিল ছাত্ররা।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস, আর অস্ত্রের ঝণ-ঝনানিতে গৌরবোজ্জল ছাত্ররাজনীতি আর পথ হারিয়েছে।

ছাত্র আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. মাসুদ রানা জুয়েলের সঞ্চালনায় পরিচিতি সভার আরো উপস্থিত ছিলেন সোহাইল জামিল সরকার যুগ্ম-আহ্বায়ক, মো. মনিরুল ইসলাম আমাম- সদস্য, মাশকুর রাতুল- সদস্য, মো.আসিফ ইকবাল- বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, তাসনিমশ্যানন- দপ্তর সম্পাদক, কাজী রাহাত- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচার বিষয়ক সম্পাদক, জান্নাতুল শাহেবাজ আয়েশা- প্রচার সম্পাদক প্রমুখ।

এছাড়াও ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগের সদস্যরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মে/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :