মিলানে এক পতাকার নিচে সবাই

কমরেড খোন্দকার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৯:৩৬

ইতালির মিলানের মেয়র জোসেফে সালা ক্ষমতায় আসার গত কয়েক মাসের মধ্যেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রিয়পাত্র হয়ে উঠেছেন বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটানোর জন্য।

এমনি শনিবার মিলান শহরে ছিল ‘টুগেদার উইদাউট ওয়ালস-চলি এক সাথে, সীমানা ছাড়িয়ে’ এই স্লোগানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় শতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে উচ্চারিত হলো পুরো মিলান। ধর্ম-বর্ণ, জাতিবৈষম্য সকল কিছুকে উপেক্ষা করে হাত হাত ধরে এগিয়ে চলুক ইতালিতে বসবাসরত সকল বর্ণের লোক। মূলত এটিই ছিল মূলপ্রতিপাদ্য।

আর এই মহান কাজটির উদ্যোক্তা মিলানের মেয়র জোসেফে সালা। বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক লোকের অংশগ্রহণে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মিলানের কন্স্যুলেট জেনারেল রেজিনা আহম্মেদ। বাদ্যের তালে তালে নেচে গেয়ে দুপুরের পরেই মিলান শহর ক্ষণিকের জন্য হয়ে উঠে জনসমুদ্র।

(ঢাকাটাইমস/২১মে/ইউরোপ ব্যুরো/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :