যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০১৭, ২০:৫৪ | প্রকাশিত : ২১ মে ২০১৭, ২০:৩৯

যশোর নূতন উপশহর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাজল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাজল যুবলীগ কর্মী দাবি করে তার সংগঠনের এক নেতা বলছেন, একই দলের প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে খুন করেছে। তবে পুলিশ বলছে, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।

নিহত কাজল উপশহর এলাকার আশরাফ আলীর ছেলে।

চাচা আলী কদর বলেন, আমার ভাইপো কাজল দুপুর দুইটার দিকে স্থানীয় কসাই ইকবালের মোটরসাইকেলে চড়ে উপশহর ইউনিয়ন পরিষদের সামনে এসেছিল। এসময় সেখানে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর আহত করে। দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই কাজলের মৃত্যু হয়েছে। বুক, পেটসহ শরীরের ২০-২৫ স্থানে এলোপাতাড়ি ছুরি মেরে কাজলকে খুন করা হয়েছে।

পেশায় ঠিকাদার কাজল যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে চাচা আলী কদরের দাবি।

সদর উপজেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান নান্নু বলেন, কাজল উপশহর ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে একই সংগঠনের প্রতিদ্বন্দ্বী গ্রুপের ক্যাডার চিমা, রনি, মামুন, টমাসসহ কয়েকজন তাকে নৃশংসভাবে ছুরি মেরে খুন করেছে।

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমি ঘটনাস্থলে আছি।

নিহত কাজল ওই এলাকার সুফিয়ান হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটে প্রায় দুই বছর আগে বেরিয়েছেন জানিয়ে ওসি বলেন, মৃত্যুর আগে তিনি একটি ক্লিনিকে চাকরি করতেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্তের আগে তা বলা যাবে না।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :