এফবিসিসিআই পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ২০:৪১

ব্যবসায়ী শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে।

রবিবার বিকালে মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই ২০১৭-২০১৯ মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় বিদায়ী স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মাতলুব আহমেদ। অন্যদিকে ক্ষমতা গ্রহণ স্মারকে স্বাক্ষর করেন নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

নব নির্বাচিত প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মোহাম্মাদ মুনতাকিম আশরাফ।

এবারে নতুন পরিচালকরা হলেন—বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিংয়ের আবু মোতালেব, বাংলাদেশ হার্ডবোর্ড ডিলারস অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ পেপারস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মো. মুনতাকিম আশরাফ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শমী কায়সার, প্রাইভেট রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাশেদুল হোসাইন চৌধুরী রনি, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের শাফকাত হায়দার, বাংলাদেশ লেদারগুডস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের আমজাদ হোসাইন, বাংলাদেশ সেকেন্ডারি টিপ্লেট অ্যাসোসিয়েশন নিজাম উদ্দিন রাজেশ, ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাফেজ হারুন, বাংলাদেশ এগ্রো-প্রসেসরের এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ অটোস্পিয়ার পার্টস মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের মো. আয়েস খান, আউটসোর্সিং লজিস্টিক সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন মো. আবু নাসের ও বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের খন্দকার মনিরুর রহমান।

অন্যদিকে, দেশের বিভিন্ন জেলা চেম্বারগুলো থেকে যেসব পরিচালক হয়েছেন তারা হলেন—বাগেরহাটের হাসিনা নেওয়াজ, বরিশালের মো. নিজাম উদ্দিন, বগুড়ার মো. মাসুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল হক, চুয়াডাঙ্গার দিলীপ কুমার আগারওয়ালা, কুমিল্লার মাসুদ পারভেজ খান, ফেনীর এ কে এম শাহেদ রেজা, গাজীপুরের আনোয়ার সাদাত সরকার, জামালপুরের রেজাউল করিম রেজনু, কিশোরগঞ্জের গাজী গোলাম আসরিয়া, মানিকগঞ্জের তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, মুন্সীগঞ্জের কহিনুর ইসলাম, নরসিংদীর প্রবীর কুমার সাহা, নোয়াখালীর মো. আতাউর রহমান ভূঁইয়া, রাঙামাটির মো. বজলুর রহমান, সিরাজগঞ্জের মো. রিয়াদ আলী ও সুনামগঞ্জের খায়রুল হুদা।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এবার চেম্বার গ্রুপ থেকে ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে গত ১৪ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সফিউল ইসলাম মহিউদ্দিনের সমর্থক প্যানেলের ১৬ প্রার্থী জয়লাভ করেন। বাকি দুই প্রার্থী ব্যবসায়ী ঐক্য ফোরামের।

(ঢাকাটাইমস/২১মে/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :