বুড়ি তিস্তা দখলের অভিনব প্রতিবাদ

প্রকাশ | ২১ মে ২০১৭, ২২:১৩

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

অভিনব পন্থায় কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী দখলের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এসময় তারা বিক্ষোভ মিছিল, মানবন্ধন করেন ও পচা ধানগাছ ছিটান।

রবিবার দুপুরে উলিপুর উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাজারের গবার মোড়ে মানববন্ধন করে। পরে পচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে দিয়ে প্রতিবাদ করে স্থানীয় কৃষকরা।  

উল্লেখ্য, উলিপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের স্রোতস্বিনী তিস্তা নদী দখদলদাররা বাঁধ দিয়ে নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। ফলে দিনে দিনে এটি ভরাট হয়ে ডোবায় পরিণত হয়েছে।

বুড়ি তিস্তা বাঁচাতে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে উলিপুর প্রেস ক্লাব ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)