জয়পুরহাটে হুন্ডির ১০ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৭, ২৩:৩৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তার নাম ইয়ারুল ইসলাম। তিনি অবৈধ হুন্ডি হুন্ডি ব্যবসায় জড়িত বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার বিকালে চেঁচড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের লেদু জোয়ারদারের ছেলে। আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বলেন, সীমান্ত অতিক্রম করে হুন্ডির টাকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বিজিবির সদস্যরা আটাপাড়া পাকা রাস্তার উপর অবস্থান নেন। এ সময় আটক ব্যক্তি মোটরসাইকেল যোগে চেঁচড়া সীমান্ত থেকে হিলি যাওয়ার পথে ইয়ারুলকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। ইয়ারুলের শরীরে লাল কাপড়ে উক্ত টাকা গুলো বাঁধা ছিল। অবৈধ টাকা আনা-নেওয়ার কারনে মোটরসাইকেলসহ তাকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :